আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পারিশ্রমিক নেননি অপু

পারিশ্রমিক নেননি অপু


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৭, ২০২২ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : দুর্গাপূজার অপেক্ষায় দিন গুনছেন হিন্দু ধর্মাবলম্বীরা। কলকাতাজুড়ে পূজার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন উদ্যোক্তারা। আর তাতে এবার যুক্ত হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কারণ সেখানকার দু’টো পূজার মুখ হয়েছেন এই অভিনেত্রী। কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট ঘোষণা করেছে, এ বছর তাদের পূজার মুখ হতে চলেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রীতির বার্তা নিয়ে কলকাতায় দুর্গাবেশে ধরা দিলেন অপু বিশ্বাস। এ কাজের জন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। প্রথমবার কলকাতায় পূজা উদ্‌যাপন করবেন অপু বিশ্বাস। তা জানিয়ে এ চিত্রনায়িকা বলেন, এ বছর দু’টি পূজার মুখ ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। বাংলাদেশেও আমরা দুর্গাপূজা উদ্‌যাপন করি। তবে এবারই প্রথম কলকাতায় পূজা কাটাবো। সম্প্রতি কলকাতার দুই পূজা মণ্ডপে দুর্গার সাজে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। দুই রূপে ফ্রেমবন্দি হন তিনি। একটিতে দেখা যায়, তার পরনে লাল বেনারসি। তার সঙ্গে মানানসই স্বর্ণের গহনা। গলায় পদ্মফুলের মালা। অন্যটিতে ধরা দিয়েছেন, লাল পাড় সাদা শাড়ি, গলায় রুদ্রাক্ষের মালা পরে। উল্লেখ্য, কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। এ সিনেমার প্রচারের কাজে কয়েকদিন আগে কলকাতায় গিয়েছেন তিনি। আপাতত সেখানে অবস্থান করছেন এই নায়িকা।