আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পিএসজি রাতে মাঠে নামছে, অভিষেকের অপেক্ষায় মেসি

পিএসজি রাতে মাঠে নামছে, অভিষেকের অপেক্ষায় মেসি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৯, ২০২১ , ৩:২১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : রাতে পিএসজির জার্সিতে অভিষেক হতে পারে লিওনেল মেসির। এমন ধারণাতেই পিএসজি ও রিমসের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ১০ দিন আগে।
ম্যাচের একদিন আগে শনিবার ঘরের মাঠে অনুশীলনও করেছেন মেসি। ছিলেন নেইমার ও এমবাপ্পে, রামোসও। তাদেরকে কি রবিবার একসঙ্গে মাঠে দেখা যাবে? ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল পিএসজির কোচ মরিসিও পচেত্তিনোকে। পিএসজি বস গোপন রাখলেন নিজের স্কোয়াড। জানালেন, স্কোয়াড-ই নাকি তৈরি করেননি! তবে তাদের মাঠে নামার সম্ভবনা একেবারেই যে নেই তেমনটিও নয়। পচেত্তিনো বলেন, ‘এখনও স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে তারা নিশ্চিতভাবেই স্কোয়াডে থাকবেন। তবে শুরুর একাদশে থাকবে কিনা সেটা আমরা বিবেচনা করে দেখব।