আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ৮:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Attokকাগজ অনলাইন প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী মধু ওরফে বানীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হলিদাগাছি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ব্যাগে রাখা চারটি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলিসহ মধুকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত মধু চারঘাটের টাঙ্গন এলাকার মকসেদ আলী ম-লের ছেলে। সে একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।