আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য পুঁজিবাজার সংশ্লিষ্টদের জরুরী টিকার আওতায় আনার দাবি

পুঁজিবাজার সংশ্লিষ্টদের জরুরী টিকার আওতায় আনার দাবি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২১ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সঙ্গতি রেখে চালু রয়েছে পুঁজিবাজারও। জরুরী সার্ভিসের আওতায় ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারিদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। কিন্তু পুঁজিবাজার সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা হয়নি। তাই পুঁজিবাজার সংশ্লিষ্টদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার আওতায় আনার দাবি উঠেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্বাবধানে ডিএসই এবং সিএসই’র মাধ্যমে টিকার প্রয়োগের কাজটি সম্পন্ন করা যেতে পারে বলে মনে করেছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের ধানমন্ডি শাখার ব্র্যাঞ্চ প্রধান বলেন, ‘ব্যাংকের সঙ্গে সামঞ্জস্যতা বিধান করে পুঁজিবাজার চালু রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এটি অবশ্যই একটি ভালো উদ্যোগ।’ তিনি বলেন, ‘ব্যাংকে যারা কাজ করেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকার আওতায় আনা হয়েছে। কিন্তু আমরাও ব্যাংকের মতো নিয়মিত দায়িত্ব পালন করছি। আমাদেরকে অগ্রাধিকারভিত্তিতে টিকার আওতায় আনা হয়নি। নিয়ন্ত্রক সংস্থার এই বিষয়টিতে মনোযোগ দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। নিয়ন্ত্রক সংস্থা হস্তক্ষেপ করলে আমরা যারা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট আছি, অগ্রাধিকার ভিত্তিতে আমরাও টিকা পেতে পারি।’ আল-আরাফা ইসলামি ব্যাংক ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেডের মতিঝিল শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. আরিফুর রহমান, ‘ব্যাংকের কর্মকর্তাদের মতো আমরাও নিয়মিত অফিস করছি। কিন্তু আমরা ব্যাংকের কর্মকর্তাদের মতো অগ্রাধিকারর ভিত্তিতে করোনার টিকার সেবা পাচ্ছি না।’
তরুণ এই কর্মকর্তা বলেন, ‘আমরা যারা পুঁজিবাজারে কাজ করছি, প্রাণঘাতী করোনার মধ্যে আমরা বড় ঝুঁকির মধ্যে রয়েছি। আমরা যাতে জরুরী ভিত্তিতে করোনাভাইরাসের টিকা পেতে পারি, সে বিষয়ে আমরা সরকারের কাছে বিশেষ বিবেচনার দাবি রাখছি।’