আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৫, ২০২৩ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। সম্পর্কে তারা দু’জন চাচাতো বোন। মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদ মিয়া বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো। এক বছর আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়। তারা সেখানেই লেখাপড়া করছিল। স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল দু’জন। তারা দু’জনের কেউই সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, খেলাধুলার করার একপর্যায়ে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে মরিয়ম পুকুরে নামে। তবে সাঁতার না জানায় দু’জন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে। চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।