আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন পুলিশ নিয়ে রোজিনার গান

পুলিশ নিয়ে রোজিনার গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২৩ , ২:২০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  বাংলাদেশের পুলিশের যাপিত জীবন ও ইতিবাচক দিক নিয়ে এবার গান করলেন বাংলাদেশ বেতার ও বিটিভি ও জাতীয় শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। ‘সকাল-বিকাল ঠান্ডা মেজাজ, শোনায় মধুর বুলি সে, আমার তিনি চাকরি করে, পোশাক পরা পুলিশে’-এমন কথামালার এ গানটির শিরোনাম ‘পুলিশের বউ’। ডক্টর তপন বাগচীর লেখা ও শামীম মাহমুদের সঙ্গীতায়োজনে গানটির সুর করেছেন রোজিনা নিজেই। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জুন) এই গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সুরের আলো বিডি’তে অবমুক্ত করা হয় গানটি। কণ্ঠশিল্পী রোজিনা বলেন, ‘আমার জানা মতে পুলিশ নিয়ে এটাই প্রথম গান; যা বাণিজ্যিকভাবে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে এই বাহিনী নিয়ে গান করা হলেও পুলিশ নিয়ে এরকমভাবে সর্বস্তরের শ্রোতাদের কাছে কোনো গান পৌঁছায়নি।
এই গায়িকা আরও বলেন, ‘গানটি করতে অনেক কষ্ট করতে হয়েছে। পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয়েছে। পুলিশ বাহিনীকে নিয়ে আমাকে গান করার অনুমতি প্রদানের জন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে নিয়োজিত উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহীল বাকী স্যারের কাছে ভীষণ কৃতজ্ঞ। আর গানের কথা ও সুর অনেক ভালো হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’ ক্যারিয়ারের শুরু থেকেই বিষয়ভিত্তিক গান গেয়ে শ্রোতাদের মধ্যে আলাদা একটা অবস্থান তৈরি করেছেন রোজিনা আক্তার। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন তিনি। কণ্ঠে তুলেছেন বিশ্বকাপ ফুটবল, গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।