আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস পেনাল্টিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ

পেনাল্টিতে ভারতের কাছে হারলো বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২৩ , ৯:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভাল খেলেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে এশিয়ান গেমসের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ। ৮২ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণ রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। কিন্তু ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। সেই একমাত্র গোলেই জয় পায় ভারত। এই হারে এশিয়ান গেমস থেকে ছিটকে গেল বাংলাদেশ। সুনীল ছেত্রী গোল করে ভারতকে জয় এনে দিলেও। ম্যাচের মূল নায়ক বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। ভারতের বিপক্ষে অন্তত ছয়টি সেভ করেছেন তিনি।