আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড প্যারাগুয়েতে কারাগারে আগুন, কারারক্ষীসহ নিহত ৬

প্যারাগুয়েতে কারাগারে আগুন, কারারক্ষীসহ নিহত ৬


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


146অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে দেশটির সবচে বড় কারাগারে আগুন লেগে একজন কারারক্ষীসহ ও পাঁচজন বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আসুনসিয়নের তাকুমবু কারাগারে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে তারা মৃত্যুবরণ করেন বলে কর্মকর্তারা দাবি করেছেন।

একজন উদ্ধার কর্মকর্তা জানান, কারাগারটির বেশ কয়েকটি দেয়াল যে কোনো সময় ভেঙে পড়ার জোর সম্ভাবনা রয়েছে। বিষয়টি অত্যন্ত বিপজ্জনক। রাষ্ট্রীয় আইন কর্মকর্তা জেভিয়ার দিয়াজ ভেরন জানিয়েছেন, এই দুর্ঘটনা তদন্তে একটি দল সহসাই কারাগারটি পরিদর্শন করবে।
তাকুমবু কারাগারটি ১,৬৫৫ জন বন্দি ধারণে সক্ষম। কিন্তু এতে বর্তমানে ৩,৯৮০ জন বন্দি রাখা হয়েছে। দেশটির অন্যান্য কারাগারেও ধারণ ক্ষমতার বেশি বন্দি রাখা হয়েছে।