আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রকাশ হয়েছে আহমেদ জসিমের ‘প্রেমের বৃন্দাবন’

প্রকাশ হয়েছে আহমেদ জসিমের ‘প্রেমের বৃন্দাবন’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৩০, ২০২০ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


‘দিনের শেষে প্রতিবেদক :  সিডি চয়েস মিউজিক’র ব্যানারে প্রকাশ হয়েছে কন্ঠশিল্পী আহমেদ জসিমের রোমান্টিক সুপার মনমাতানো নাচের গানের মিউজিক ভিডিও ‘প্রেমের বৃন্দাবন’। গানটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল তন্ময় ও লাজুক। কোরিওগ্রাফার হিসেবে ছিলেন মাইকেল বাবু ও রতন। তার সতীর্থরা নয়নাভিরাম নাচের তালে গানটিকে উপভোগ্য করে তুলেছে। আর ভিডিও পরিচালনায় ছিলেন টিনা খান। গানটির কথা, সুর ও সংগীতায়োজনে ছিলেন নেয়ামত হোসাইন। আহমেদ জসিম বলেন, গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। কেননা গানটির কথা, সুর ও সংগীতায়োজন এক কথায় চমৎকার। শ্রোতা-দর্শকরা যদি গানটি ভালোবেসে গ্রহণ করে তাহলেই সবার শ্রম স্বার্থক হবে। সামনে আমার আরো বেশকিছু গান প্রকাশ হবে যা এখন প্রক্রিয়াধীন। আমি সকলের দোয়াপ্রার্থী। সংগীত পরিচালক নেয়ামত হোসাইন বলেন, আহমেদ জসিম অসম্ভব ভালো গান করেন। আমি তার গায়কীতে প্রাণ দেওয়ার চেষ্টা করেছি। সে আমাদের মিউজিক ইন্ডাষ্ট্রিতে অনেকদূর যাবে বলে বিশ^াস করি। আলোচিত মডেল তন্ময় ও লাজুক বলেন, অনেকদিন পর মনে হলো মনের মত একটি কাজ করতে পেরেছি। আহমেদ জসিম ভাই অসাধারন গেয়েছেন। সবাই মিলে চেষ্টা করেছি ভালো কিছু করার, বাকীটা দর্শক বিচার করবেন। সিডি চয়েস মিউজিক এর কর্নধার এমদাদ সুমন বলেন, কন্ঠশিল্পী আহমেদ জসিম বাংলাদেশ সেনাবাহিনীর অর্কেষ্টা লের একজন গর্বিত সস্য। তার ভয়েস চমৎকার, তার গায়কীর মূর্ছনায় র্শক-শ্রোতারা ভিন্ন আমেজ পাবে বলে আমি বিশ^াস করি। সিডি চয়েস মিউজিক তাকে নিয়ে বেশকিছু কাজের পরিকল্পনা করেছে যা সামনে ক্রমান্বয়ে প্রকাশিত হবে। আমি আহমে জসিমের উত্তরোত্তর সফলতা কামনা করছি।