আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৃতির সৃষ্টি স্থাপনা

প্রকৃতির সৃষ্টি স্থাপনা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:২৮ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


minগবেষকেরা গ্রিক দ্বীপ জ্যাকিনথোসের পানির নিচে একটি আশ্চর্য স্থাপনার সন্ধান পেয়েছেন। তাঁরা ধারণা করছিলেন, এটি গ্রিক সভ্যতার হারানো কোনো শহর হতে পারে। তবে গত শুক্রবার ‘মেরিন অ্যান্ড পেট্রোলিয়াম জিওলজি’ সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে তাঁরা দাবি করেছেন, এটি হারানো কোনো সভ্যতার অংশ নয়। এটি লাখো বছর আগে প্রাকৃতিক কোনো ঘটনার ফলে সৃষ্ট একটি কাঠামো।

তাঁরা বলছেন, প্রাচীন গ্রিকদের তৈরি কোনো স্থাপনা মনে হলেও এটি এখন ব্যাকটেরিয়ার রাজ্য।

প্রধান গবেষক জুলিয়ান অ্যান্ড্রুজ বলেন, গোলাকার সারি সারি স্তর মিলে তৈরি কাঠামোটি প্রাচীন স্থাপনার মতো দেখতে হলেও প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন সেখানে পাওয়া যায়নি।

গবেষকেরা এই কাঠামো তৈরির প্রক্রিয়াটি পরীক্ষা করে দেখেছেন, এটি ব্যাকটেরিয়ার সৃষ্টি।
লাখো বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে এ কাঠামোটি।গবেষক অ্যান্ড্রুজ বলেন, ‘আমরা ওই এলাকাটি পরীক্ষা করে দেখেছি, দুই থেকে পাঁচ মিটার পানির নিচের ওই স্থাপনা প্রকৃতিগত। অগভীর পানিতে এ ধরনের স্থাপনা পাওয়া দুর্লভ। সাধারণত গভীর পানির নিচে এ ধরনের স্থাপনা তৈরি হতে দেখা যায়।’ তথ্যসূত্র: সিএনএন।