আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সহায়তা করেছেন প্রিয়াঙ্কা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সহায়তা করেছেন প্রিয়াঙ্কা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় একের পর এক উদাহরণ সৃষ্টি করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এবং ভারতীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সহায়তা করে প্রশংসা অর্জন করেছেন তিনি। তারপরও থেমে নেই এ অভিনেত্রী। এবার করোনার বিরুদ্ধে নিঃস্বার্থভাবে কাজ করায় বিশ্বের বিভিন্ন প্রান্তের চার নারী স্বাস্থ্যকর্মীকে ১ লাখ ডলার উপহার দিচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে লাইভ চ্যাটে তাদের নাম ঘোষণা করেন তিনি। একই সঙ্গে শেয়ার করেছেন চারজনের গল্প। লাইভের শুরুতে ৩৭ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, ‘কেমন আছেন সবাই। পৃথিবীতে ভয়াবহ সময় কাটছে আমাদের। এর মধ্যেও নিজেকে সময়নিষ্ঠ মানুষ মনে হচ্ছে। এই যে দেখুন না, রাত ৩টায় লাইভ করছি! ইনস্টাগ্রামে বিজয়ীদের ছবি, নাম ও বিস্তারিত তথ্য দিয়ে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কঠিন সময়ে অন্যকে সহযোগিতা করে যাওয়া এমন অসাধারণ নারীদের মনোনীত করার জন্য সবাইকে ধন্যবাদ। সত্যিকার অর্থেই তারা পার্থক্য গড়ে দিয়েছেন। প্রত্যেকে তাদের সঙ্গে পরিচিত হোন। উপহার পাওয়া চার নারীর একজন হলেন অ্যাডভান্সড প্র্যাকটিস রেজিস্টার্ড নার্স (এপিআরএন) এমিলি। করোনা পরিস্থিতিতেও প্রতিদিনই কাজ করছেন তিনি। পরিবারের সুরক্ষার কথা ভেবে নিজে আলাদা জায়গায় থাকছেন এই স্বাস্থ্যকর্মী। আরেকজনের নাম জো। করোনা রোগীদের নিয়মিত সাহস জুগিয়ে যাচ্ছেন তিনি। ভারতীয় নারী জয়ার উদারতা অন্যরকম। নিজের টাকায় মাস্ক কিনে স্বাস্থ্যকর্মীদের বিতরণ করেছেন তিনি। জেনি নামের এক নারী ‘ফিডিং হিরোস’ হ্যাশট্যাগ উদ্যোগ চালুর মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। প্রিয়াঙ্কার কথায়, ‘আপনাদের সাধুবাদ জানাই। এসব অবদান সব সময় মনে রাখব। অনেক ভালোবাসা রইলো।’ এর সঙ্গে ‘টুগেদার উইমেন রাইজ’ হ্যাশট্যাগ (একসঙ্গে মিলেই নারীজাগরণ) জুড়ে দিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার এই উদ্যোগের অংশীদার পানীয় দ্রব্য প্রস্তুতকারক বন এন ভিভ স্পাইক সেল্টজার। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অভিনেতা অমিতাভ বচ্চনের প্রযোজনায় ‘ফ্যামিলি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে তার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন নিক জোনাস। এরপর তারা তা পাঠিয়ে দিয়েছেন পরিচালক প্রসূণ পান্ডেকে। সাড়ে ৪ মিনিটের ছবিটিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, মোহনলাল, মামুট্টি, চিরঞ্জীবী, রণবীর কাপুর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোশাঞ্জ, সোনালি কুলকার্নি, শিব রাজকুমার ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গত ৬ এপ্রিল সনি নেটওয়ার্কের সব চ্যানেলে এটি প্রচারিত হয়। ইউটিউবেও প্রকাশ পেয়েছে এটি।