আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব প্রধানমন্ত্রী নির্বাচন: পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন শুরু

প্রধানমন্ত্রী নির্বাচন: পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন শুরু


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২২ , ৫:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


বিনোদন ডেস্ক :  নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তান পার্লামেন্টের অধিবেশন শুরু হয়েছে। ডেপুটি স্পিকার কাশেম সুরির উপস্থিতিতে সোমবার পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে স্থানীয় সময় বেলা ২টার দিকে জাতীয় পরিষদের এ অধিবেশন শুরু হয়। শুরুতেই স্পিকার সুরি ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা গত ৩ এপ্রিলের অনাস্থা প্রস্তাব বাতিল প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেন।

চলতি অধিবেশনে পাকিস্তান মুসলিম লিগ-(নওয়াজ) নেতা শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। শেহবাজ হতে যাচ্ছেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। রোববার তিনি প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন। একইদিনে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পিটিআই’য়ের ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিও মনোনয়ন জমা দেন। এক্ষেত্রে শেহবাজের প্রধানমন্ত্রী হওয়া এখন অনেকটাই নিশ্চিত।

৭০ বছর বয়সী শেহবাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী। এছাড়া, শেহবাজ পারিবারিকভাবে ধনী ব্যবসায়ী এবং পাকিস্তান মুসলিম লীগ (এন)-এর বর্তমান সভাপতি। সংসদে অনাস্থা ভোটে হেরে শনিবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পরদিন রোববার রাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে নামেন তার দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা।