আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস প্রবীণ অধিনায়ক সাকিব: বয়স্কদের ভিড় ইংল্যান্ডে, তারুণ্যে এগিয়ে আফগানরা

প্রবীণ অধিনায়ক সাকিব: বয়স্কদের ভিড় ইংল্যান্ডে, তারুণ্যে এগিয়ে আফগানরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৫, ২০২৩ , ১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : চলতি ওয়ানডে বিশ্বকাপে বয়স বিবেচনায় সবচেয়ে বুড়ো দল ইংল্যান্ড। আর সবচেয়ে তরুণতম দল আফগানিস্তান। ৩৫ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড় সবচেয়ে বেশি বাংলাদেশ ও ইংল্যান্ডে। আর আফগান প্লেয়ারদের গড় বয়স ২৪.৯৩ বছর।
বিপরীতে ইংল্যান্ডের ক্রিকেটারদের গড় বয়স ৩১.৬৯ বছর। আফগানদের পর বয়স বিবেচনায় তরুণ দল শ্রীলঙ্কা। দলটির ক্রিকেটার গড় বয়স ২৭.৬৫ বছর। এরপর তৃতীয় তরুণতম দল বাংলাদেশ। টাইগারদের গড় বয়স ২৭.৮২ বছর। এশিয়ার পাঁচ দলের চারটিরই গড় বয়স ত্রিশের নিচে। ভারতসহ পাঁচটি দলের গড় বয়স ত্রিশের ওপর। ৩৫ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড় সবচেয়ে বেশি বাংলাদেশ ও ইংল্যান্ডে। টাইগার শিবিরে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ; ইংল্যান্ডে আছেন ডেভিড ম্যালান, মঈন আলী ও আদিল রশিদ।
আর বিশ্বকাপের বয়স্ক অধিনায়কের তালিকায় সবার ওপরে সাকিব। স্কোয়াড চূড়ান্তের শেষ দিনে বাংলাদেশ অধিনায়কের বয়স ছিল ৩৬ বছর ১৮৪ দিন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বছর ১২৬ দিন বয়স ভারতের রোহিত শর্মার।