আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্নের মুখে ফেললেন মিয়া খলিফা

প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্নের মুখে ফেললেন মিয়া খলিফা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২১ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ভারতে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন মার্কিন পপ তারকা রিহানা, আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও সাবেক পর্নতারকা মিয়া খলিফা। তাদের নিয়ে ভারতে সমালোচনা হলেও প্রতিবাদ থেকে সরে দাঁড়াননি কেউ। বারবার তাদের প্রতিবাদ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। খবর জি নিউজের।

এরই মধ্যে এবার টুইট করে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে একহাত নিলেন মিয়া খলিফা। ভারতে কৃষক আন্দোলন নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া কেন কথা বলছেন না, কোনও টুইট কেন করছেন না? নিজের মতবাদ প্রকাশ করছেন না? কৃষক আন্দোলন নিয়ে ভারতে যা চলছে, তা নিয়ে কিছু কি বলার নেই প্রিয়াঙ্কা চোপড়ার?

এভাবেই প্রিয়াঙ্কা চোপড়াকে প্রশ্নের মুখে ফেলে দেন মিয়া খলিফা। তিনি বলেন, প্রিয়াঙ্কা কেন কৃষক আন্দোলন নিয়ে কথা বলছেন না, এর কারণ জানতে ইচ্ছে হল বলেই তিনি টুইট করে প্রশ্ন তোলেন। যদিও ‘দ্য হোয়াইট টাইগার’ খ্যাত প্রিয়াঙ্কাকে এখনো মিয়া খলিফার টুইটের পাল্টা কোনও রিটুইট করতে দেখা যায়নি।

পিআর