আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রেমিকের সঙ্গে অবকাশে অনন্যা

প্রেমিকের সঙ্গে অবকাশে অনন্যা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩, ২০২৩ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে  ডেস্ক : হঠাৎ গোয়ার বিমানবন্দরে দেখা মিললো অনন্যা পাণ্ডে ও আদিত্য রায় কাপুর জুটিকে। জানা যায়, তারা দু’জন অবকাশ যাপনে গেছেন সেখানে। বন্দরে নামা মাত্রই ক্যামেরার চোখে ধরা পড়েন এই যুগল। তবে ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেছেন তারা। এ চেষ্টায় ব্যর্থও হয়েছেন। তারা চুপিসারে প্রেম করছেন বলে জোর গুঞ্জন আছে মিডিয়া পাড়ায়। তবে তারা এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি। নিজেদের প্রেমের খবর অস্বীকার করে চলেছেন প্রতিনিয়ত। সম্প্রতি গোয়ার বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরা দেখেই মুখ লুকোলেন আদিত্য ও অনন্যা। গণমাধ্যম সূত্রে জানা যায়, অনন্যা ও আদিত্যর বাড়ি থেকে এই প্রেম নিয়ে কোনো আপত্তি নেই। দুই পরিরাবের লোকজনই চাইছেন এই প্রেমের পরিণতি যেন ঘটে। শোনা যাচ্ছে, সব ঠিকঠাক চললে, আগামী বছরের শেষের দিকে নাকি বাগদানও সারবেন অনন্যা ও আদিত্য। এতদিন গুঞ্জন ছিল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান। এমন কী, আরিয়ান যখন মাদককাণ্ডে জড়িয়ে পড়ে, তখন পাশে ছিলেন অনন্যাই। তবে এসব এখন অতীত। আপাতত আদিত্যর সঙ্গে প্রেমের স্বপ্নে মজেছেন চাঙ্কি পাণ্ডেকন্যা।