আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের কারাদণ্ড

প্রেসিডেন্টকে হত্যা চেষ্টায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের কারাদণ্ড


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


maldive_presidenঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগে মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি আদালত এ রায় দেয়।

গত বছর সেপ্টেম্বরে হজ শেষে রাজধানীতে ফেরার পথে প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের নৌকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সামান্য আহত হন ইয়ামিন। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদিবকে গ্রেফতার করা হয়। তবে আদিব এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। সরকারি আইনজীবীরা দাবি করেছিলেন, নৌকায় বিস্ফোরণটি হয়েছিল বোমার কারণে। তবে এফবিআইসহ বেশ কয়েকটি সংস্থা , যারা ঘটনার তদন্তে সহযোগিতা করেছে, তারা জানিয়েছে, বোমার কারণে নৌকায় বিস্ফোরণ হয়নি।

বৃহস্পতিবার আদালত প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আদিবকে ১৫ বছরের কারাদণ্ড দেয়। এর আগে বুধবার নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত।

আদিবের আইনজীবী মুসা সিরাজ রায়ের পর বলেছেন, ‘এ বিচার প্রক্রিয়াকে অন্যায্য বলতে অপরাধ আদালত আমাকে বাধা দিয়েছে। কিন্তু আমরা জ্ঞাত আছি এবং দ্রুত এ রায়ের বিরুদ্ধে আপিল করব।’

আদিবের স্ত্রী মরিয়ম নাশওয়া বলেন, ‘এটা কোনোভাবেই ন্যায়বিচার নয়। তদন্ত শেষ হওয়ার আগে এ রায় দেওয়া হয়েছে। আমি মনে করি আদিব হয়তো অনেক কিছু বলে দিতে পারে এ কারণে তারা দ্রুত বিচার শেষ করেছে।’