আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন প্রয়াত খলনায়ক রাজীবের মাতৃবিয়োগ

প্রয়াত খলনায়ক রাজীবের মাতৃবিয়োগ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৬, ২০২০ , ৫:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজিবের মা হাজেরা খাতুন গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে মারা গেছেন। (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ১২০ বছর। পটুয়াখালীর দুমকি উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন বড় নাতি ওয়াসিমুল বারী মাসুদের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রীরামপুরের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম জানান, উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের পাশে বড় নাতির বাসভবনের সামনে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গাবতলী এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, চার শতাধিক বাংলা চলচিত্রে অভিনয় করা অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।