আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফারিণের অন্যরকম সময়

ফারিণের অন্যরকম সময়


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৩, ২০২২ , ১০:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : তাসনিয়া ফারিণ। এরইমধ্যে ছোট পর্দায় একটি শক্ত অবস্থান গড়েছেন অভিনেত্রী হিসেবে। তবে মাঝে-মধ্যেই সুযোগ পেলে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। এবার হঠাৎ একটি ছবিতে তাকে দেখা গেল অন্যরকম সাজে-পোশাকে। তার মাথায় ক্যাপ, পরনে থাই পোশাক। বুক সমান পানিতে দাঁড়িয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে একটি হাতি; তাকে কলা খাওয়াচ্ছেন তিনি। আবার অন্য আরেকটি ছবিতে দেখা যায়, হাতিটির শুঁড় ধরে দাঁড়িয়ে আছেন। একটি হাতির সঙ্গে তোলা বেশকিছু ছবি ও ভিডিও ফারিণ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়। কাজ থেকে ছুটি নিয়ে অবকাশ যাপনের জন্য থাইল্যান্ডে গিয়েছেন ফারিণ। সেখানে গিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। তিনি জানান, এই হাতিটির নাম ম্যাসন। তার বয়স ৬৭ বছর। হাতিটি হলুদ রঙের পাকা কলা খেতে ভালোবাসে। স্বভাবে খুবই শান্ত। মধ্য বয়সে ম্যাসনকে উদ্ধার করে কানজানা এলিফ্যান্ট স্যাংচুয়ারিতে নিয়ে আসা হয়। এটি এখন তার আবাসস্থল। থাইল্যান্ডে ফারিণের এই অন্যরকম অবসর যাপনের দৃশ্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, আপনাকে দেখতে থাই নারীদের মতো লাগছে।
নেটিজেনদের কেউ কেউ ম্যাসন নামে এ হাতি চেনেন। তারা থ্যাইল্যান্ড ঘুরতে গিয়ে হাতিটি দেখে এসেছেন। তাই হাতিটির শারীরিক অবস্থার খোঁজখবরও করছেন। জানা গেছে, ছুটি কাটিয়ে দেশে ফিরে খুব দ্রুতই অভিনয়ে ফিরবেন ফারিণ। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান ফারিণ। ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। গত কয়েক বছরে অসংখ্য নাটক-টেলিফিল্মে দেখা গেছে এ অভিনেত্রীকে। তা ছাড়া বেশকিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন ফারিণ। নাম লিখিয়েছেন ওয়েব সিরিজেও। তার অভিনীত ওয়েব সিরিজগুলো হলো- ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘তিথির অসুখ’, ‘সিন্ডিকেট’। এরইমধ্যে কলকাতার একটি ছবিতেও কাজ করেছেন তিনি।