আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফুটবল দলে চমকের আভাস দিলেন জেমি ডে

ফুটবল দলে চমকের আভাস দিলেন জেমি ডে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২১ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার থেকে মাঠে বসে খেলা দেখছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে দল গঠনে শিষ্যদের পারফরমেন্সে তীক্ষ্ণ নজর রাখছেন এই বৃটিশ কোচ। গতকাল রহমতগঞ্জ-উত্তর বারিধারা ম্যাচ দেখতে এসে জানালেন এবার দলে চমক থাকছে। বাছাইয়ের আগে আগামী মার্চেই ঢাকায় হওয়ার কথা বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়নশিপ। তবে করোনার কারণে টুর্নামেন্টে খেলতে খুব একটা সারা পাচ্ছে না বাফুফে। এই টুর্নামেন্টের পরই হবে বিশ্বকাপ বাছাই ফুটবলের বাকি তিনটি ম্যাচ। সেই লক্ষ্যেই এবার আগেভাগে ঢাকায় চলে এসেছেন জেমি ডে। যাতে করে মাঠে বসে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতে পারেন।
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাপকালে জেমি ডে বলেন, ‘জাতীয় দলে এবার কিছু নতুন মুখ দেখতে পাওয়া যেতে পারে। আপাতত তাদের পারফরম্যান্স দেখা হচ্ছে। এখনও আমার হাতে সময় আছে। শেষপর্যন্ত খেলা দেখেই সিদ্ধান্ত নেবো।’ লীগে এবার যারা খেলতে পারছেন না তাদের জাতীয় দলে জায়গা পাওয়াটা কঠিন জানিয়ে জেমি ডে বলেন, ‘সাইড লাইনে যারা বসে আছে তাদের দলে নেয়াটা বেশ কঠিন। যারা খেলতে পারবে, তাদেরকেই অগ্রাধিকার দেয়া হবে।’ সবশেষ কাতারের বিপক্ষে ৩৬ জন খেলোয়াড় সুযোগ পেয়েছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপ কিংবা বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সেই সংখ্যাও কমে যেতে পারে। কোচের ব্যাখ্যা, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ হবে কিনা এখনও জানি না। আর বিশ্বকাপ বাছাইপর্বের খেলা বাংলাদেশে নাকি বাইরে হবে তা নিশ্চিত নয়। তাই অবস্থা বুঝেই প্রাথমিক দল ডাকা হবে।’ ওমান ও কাতার একটা নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব দিয়েছে। ঘরের মাঠেই তিন ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এএফসি ও ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।