আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের এক হচ্ছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

ফের এক হচ্ছেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২১ , ২:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : গুঞ্জনই সত্যি হলো। অস্কারবিজয়ী বিখ্যাত অভিনেতা বেন অ্যাফ্লেক এবং বিশ্ববিখ্যাত মার্কিন পপস্টার জেনিফার লোপেজ এক হচ্ছেন। গত মাস দু’য়েক ধরেই শোনা যাচ্ছিল ফের নাকি সম্পর্কে জড়িয়েছেন এই ‘প্রাক্তন’ জুটি। ইতিউতি দেখাও যাচ্ছিল তাদের একসঙ্গে। তবে নিজেদের ব্যাপারে এতদিন সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি ‘ব্যাটম্যান’ এবং ‘জে লো ‘। এবার নিজেদের পুনর্মিলনের বিষয়টি স্পষ্ট করলেন। ৫২ বছর বয়সেও অনেক নায়িকার ঈর্ষার পাত্র জেনিফার লোপেজ এখন তার পুরনো সঙ্গী ৪৮ বছর বয়সী বেন অ্যাফ্লেকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। নিজের ৫২তম জন্মবার্ষিকীতে বিষয়টি স্বীকার করেন লোপেজ। এই গায়িকা-অভিনেত্রী তার জন্মদিনে শনিবার তার ইনস্টাগ্রামে বেন অ্যাফ্লেকের সঙ্গে গভীর চুম্বনরত একটি ছবি পোস্ট করার পর থেকে ‘বেনিফার’র জোড়া লাগার খবর চাউর হতে থাকে গণমাধ্যমে। ইনস্টাগ্রামের দেওয়ালে বেনের ঠোঁটে ঠোঁট রেখে নিজেদের নতুন ছবিও আপলোড করার পর এই নয়া লাভ বার্ডসের জম্পেশ প্রেম নিয়ে সোস্যাল মিডিয়ায় হইচই চলছে। এর আগে শুক্রবারও জেনিফার একটি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে, জুন মাসের এক জন্মদিন অনুষ্ঠানের ছবি নিয়ে গড়া ওই ভিডিওতেও অ্যাফ্লেককে দেখা গিয়েছিল।অস্কারজয়ী চিত্রনাট্যকার-অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে ২০০২ সালে নিজেকে জড়িয়েছিলেন গায়িকা থেকে নায়িকা হওয়া জেনিফার, যিনি জে লো নামেই পরিচিত।
তখন তাদের বিয়েরও ঠিকঠাক হয়ে গিয়েছিল বলে খবর বের হয়। কিন্তু তার আগেই ২০০৪ সালে তারা আলাদা হয়ে যান। এরপর অ্যাফ্লেক বিয়ে করেন অভিনেত্রী জেনিফার গার্নারকে। এই জেনিফারের ঘরে তার তিনটি সন্তানও রয়েছে। ২০১৫ সালে গার্নারের কাছ থেকে আলাদা হয়ে যান অ্যাফ্লেক। দুই বছর পর তারা আনুষ্ঠানিকভাবে দাম্পত্যে ইতি টানেন।
অন্যদিকে জেনিফার বিয়ে করেছেন তিনবার। ১৯৯৭ সালে কিউবান লেখন ওয়ানি নোয়ার সঙ্গে তার প্রথম বিয়ে এক বছর টিকেছিল। ২০০১ সালে অভিনেতা ক্রিস জুডের সঙ্গে তার বিয়ে টিকে ছিল দুই বছর। এরপর কিছু দিন বেন অ্যাফ্লেকের সঙ্গে কাটিয়ে ২০০৪ সালে জে লো গাটছড়া বাঁধেন গায়ক-অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে। দুই সন্তানের বাবা-মা হওয়ার পর ১০ বছর বাদে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। তৃতীয় বিয়ে ভেঙে যাওয়ার পর ২০১৭ সালে বেসবল খেলোয়াড় অ্যালেক্স রড্রিগেজের সঙ্গে ‘লিভ ইনে’ ছিলেন জেনিফার লোপেজ। চার বছর পর সেই সম্পর্ক ছিন্ন করে এখন আবার পুরনো প্রেমিক বেন অ্যাফ্লেকের কাছে ফিরলেন তিনি।