আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফের কারাদণ্ড হতে পারে রোনালদিনহোর

ফের কারাদণ্ড হতে পারে রোনালদিনহোর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৫, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শত বিতর্কের পরও আত্মসংশোধনের কোনো বালাই নেই রোনালদিনহোর মধ্যে। ফুটবলার হিসেবে যেমন জড়িয়েছেন বিতর্কে, তেমনই অবসর জীবনেও সেই জালে নিজেকে আবদ্ধ করেছেন। একবার কারাদণ্ডও হয়েছিল তার। এবার ফের তার কারাদণ্ড হতে পারে। ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি মামলায় তাকে সাক্ষ্য দিতে ডেকেছিল ব্রাজিলের পার্লামেন্টারি কমিশন অব এনক্যুয়ারি (সিপিআই)। তবে তা গ্রাহ্য করেননি রোনালদিনহো। সিপিআই জানিয়েছে, ২৪ আগস্টের পরবর্তী শমনে উপস্থিত না হলে তাকে আটক করার নির্দেশ দেওয়া হবে। খবর ইনসাইড স্পোর্টের। ‘১৮রোনালদিনহো’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলায় বিশ্বকাপজয়ী তারকাকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, তারা মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে ৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণের একটি মামলা করছে সিপিআই। ব্রাজিলের পাবলিক প্রসিকিউটর অফিসের অভিযোগ, ‘১৮কেরোনালদিনিও’ নামের ক্রিপ্টোকারেন্সির এই কোম্পানি তাদের বিনিয়োগকারীদের বলেছিল, ন্যূনতম ৩০ মার্কিন ডলার ভার্চ্যুয়াল মুদ্রা বিনিয়োগ করলে প্রতিদিন ২ শতাংশ লাভ দেওয়া হবে। আরেকজন ব্যক্তিকে যুক্ত করলে এই লাভের পরিমাণ ৭ শতাংশে উপনীত হবে। উল্লেখ্য, ব্রাজিলের সাবেক এই ফুটবলার মূলত ‘১৮কেরোনালদিনিও’ কোম্পানিটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। ক্রিপ্টোকারেন্সির এই কোম্পানির সঙ্গে তার সরাসরি সংযোগ নেই বললেই চলে। মূলত এই সম্পৃক্ততার বিষয়েই তাকে তলব করেছিল সিপিআই।