আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ফের খুলেছে বঙ্গবাজার

ফের খুলেছে বঙ্গবাজার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৪, ২০২০ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন পদক্ষেপ নেয়ায় বন্ধের দুইদিন পরই খুলে দেয়া হয়েছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। স্বাস্থ্যবিধি না মানায় এই বিপণী বিতানটি গত মঙ্গলবার বন্ধ করেছিল পুলিশ। শাহবাগ থানার ওসি আবুল হাসান বৃহস্পতিবার বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এবং স্প্রে টানেল নির্মাণ করায় বঙ্গবাজার মার্কেট খুলে দেয়া হয়েছে। পাশাপাশি গত মঙ্গলবার বন্ধ করে দেয়া ধানমণ্ডির ‘অরণ্য’ ও ‘ভিআইভিই’ দোকান দুটিও খুলে দেয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এদিন ধানমণ্ডিতে আরেকটি দোকান বন্ধ করে দেয়া হয়েছে বলে জানান তিনি। ধানমণ্ডি ২৮ নম্বর রোডের ‘মম এন্ড বেবি শপ’ নামের দোকানটি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বন্ধ করে দেয়া হয় বলে আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন। দোকানটিতে স্বাস্থ্যবিধি মোটেই অনুসরণ করা হয়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা। দোকানের কর্মচারীরাও জানিয়েছেন, মালিক তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দেননি। তবে স্বাস্থ্যবিধি অনুসরণ করলে দোকানটি খুলে দেয়া হবে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি।