আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ফের পুত্র সন্তানের বাবা হলেন রিতেশ

ফের পুত্র সন্তানের বাবা হলেন রিতেশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Riteshঅনলাইন বিনোদন ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাতে দ্বিতীয় পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা দম্পতি। এ ছাড়া হৃহান নামে তাদের এক বছর বয়সী আরও একটি পুত্র সন্তান রয়েছে।

বুধবার (১ জুন) সকালে রিতেশ তার টুইটারে পুত্র হৃহানের একটি স্থিরচিত্র শেয়ার করে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা-মা আমাকে একটি ভাই উপহার দিয়েছেন। এখন আমার সব খেলনা তার।’

অন্যদিকে এ খবর শোনার পর রিতেশ-জেনেলিয়া দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মা।

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হন তারা। এরপর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। পরবর্তীতে ২০১৪ সালে প্রথম পুত্র সন্তান হৃহানের মুখ দেখেন এই তারকা দম্পতি।