আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ফের বিশ্বকাপের সূচি বদলের অনুরোধ

ফের বিশ্বকাপের সূচি বদলের অনুরোধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২০, ২০২৩ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দেড়মাস। টিকিট বিক্রি শুরু হয়ে অনেক ম্যাচের টিকিট শেষও হয়ে গেছে। এরই মাঝে ফের একবার বিশ্বকাপের সূচি বদলানোর সম্ভাবনা সামনে এল। এবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিসিসিআইকে ম্যাচের তারিখ বদলানোর অনুরোধ করা হয়েছে। শহরটিতে পরপর দুদিন ম্যাচ থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। যে কারণে আবারও সূচিতে পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম। নতুন সূচি অনুযায়ী, আগামী ৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। একই ভেন্যুতে পরের দিন মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। পূর্বের ঘোষিত সূচি অনুযায়ী, এই ম্যাচের তারিখ ছিল ১২ অক্টোবর। কিন্তু এখন হায়দরাবাদ পুলিশ বলেছে, টানা দুই ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করতে পারবে না। তার ওপর পাকিস্তান দলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। বিষয়টি তুলে ধরে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। তারা চায় দুটো ম্যাচের মাঝখানে পর্যাপ্ত বিরতি রাখা হোক।