আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট : হাটহাজারীতে ইমাম আটক

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট : হাটহাজারীতে ইমাম আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২০ , ৫:১১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


হাটাহাজারী প্রতিনিধি : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর পোস্ট দেয়ায় আবদুল কাইয়ুম ফতেহপুরী নামে মসজিদের এক ইমামকে আটক করেছে হাটাহাজারী মডেল থানা পুলিশ।

রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য এলাকা খাগড়াছড়ি থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম। আটককৃত আবদুল কাইয়ুম ফতেহপুরী উপজেলার ফতেপুর ইউনিয়নের লতিফপাড়া এলাকার কাশেম শিকদার বাড়ির আবদুল মালেকের ছেলে।

এ ব্যাপারে ওসি মাসুদ আলম বলেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট দেয়ার পর উপজেলা সভাপতি আরিফুর রহমান রাসেল বাদী হয়ে একটি মানহানি মামলা করেন।