আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড ফ্রান্স ও জার্মানিতে বন্যায় মৃত ৫

ফ্রান্স ও জার্মানিতে বন্যায় মৃত ৫


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


12অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স ও জার্মানিতে বন্যায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বিবিসি বলছে, বুধবার বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। কাছেই পানির একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়।

ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন।

দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফ্রান্সে প্যারিসের কাছের শহর নিমোরস শহর খালি করে ফেলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভ জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা বেলজিয়াম সীমান্তে এবং বারগান্ডি অঞ্চলে দুইদিনে ৮ হাজারেরও বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

বন্যায় জার্মানির দক্ষিণাঞ্চলের সবচে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রোট্টাল ইন জেলা। সেখানে দুর্যোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ট্রিফটার্ন শহর নদীর পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানিতে গাড়িসহ গাছপালা ও বাড়িঘরের আসবাবপত্রও ভেসে গেছে।

অনেক স্থানে সড়ক থেকে কয়েক মিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আকস্মিক বন্যায় স্থানীয় অধিবাসীরা বিস্মত হয়ে পড়েন। তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়।

আকস্মিক এই বন্যার কারণে ট্রিফটার্ন শহরের একটি স্কুলে ২৫০ শিশু আটকা পড়ে ছিল। মঙ্গলবার সারারাত তারা সেখানেই অবস্থান করে। বুধবার সন্ধ্যায় শিশুরা স্কুলভবন ত্যাগ করতে সক্ষম হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।