আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ফ্রেঞ্চ ওপেনের সেমিতে জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেনের সেমিতে জোকোভিচ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


11কাগজ অনলাইন ডেস্ক: অধরা ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। ক্লে-কোর্টের (লাল মাটির কোর্ট) ইভেন্টটিতে রেকর্ড টানা ষষ্ঠবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছেন ১১ বারের গ্র্যান্ড জয়ী।

রোলাঁ গারো স্টেডিয়ামের কোর্টে এ ম্যাচেও বৃষ্টি বাধায় পড়েন জোকোভিচ। এর আগে প্রবল বর্ষণের কারণে স্প্যানিশ রবার্তো বাতিস্তা অগাটের বিপক্ষে (৩-৬, ৬-৪, ৬-১, ৭-৫) দু’দিনে চতুর্থ রাউন্ডের ম্যাচ নিষ্পত্তি হয়।

কোয়ার্টার ফাইনালে চেক তারকা টমাস বার্ডিচকে সরাসরি সেটে হারিয়ে সেমিতে পা রাখেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচ। প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। দ্বিতীয় সেটে (৭-৫) অবশ্য দু’জনের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে তৃতীয় সেটটি ৬-৩ গেমের দুর্দান্ত জয়ে সেমি নিশ্চিত করেন সার্বিয়ান টেনিস সেনসেশন।

রোলাঁ গারোয় এটি হবে জোকোভিচের অষ্টম সেমিফাইনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম। কোয়ার্টারে বেলজিয়ান ডেভিড গফিনকে ৪-৬, ৭-৬ (৯-৭), ৬-৪, ৬-১ গেমে হারিয়ে সেমির টিকিট কাটেন ডমিনিক।

প্রসঙ্গত, চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মধ্যে ফ্রেঞ্চ ওপেন ছাড়া বাকি সবকটিতেই একাধিক শিরোপা উঁচিয়ে ধরেছেন জোকোভিচ। প্যারিসে এসে তিন তিনবার ফাইনালে উঠেও একরাশ হতাশা নিয়েই তাকে কোর্ট ছাড়তে হয়। সবশেষ গত আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার কাছে তার স্বপ্নভঙ্গ হয়। এবার কী আক্ষেপ ঘুচবে জোকোভিচের?