আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ফ্লোর প্রাইস উঠে গেল আরও ৩০ কোম্পানির

ফ্লোর প্রাইস উঠে গেল আরও ৩০ কোম্পানির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ১১:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও ৩০ কোম্পানি থেকে ফ্লোর প্রাইস (দর কমার সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী রোববার (৬ জুন) থেকে কোম্পানিগুলোর উপর ফ্লোর প্রাইস প্রত্যাহারের নির্দেশনা কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিএসইসি এই বিষয়ের একটি নির্দেশনা জারি করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, গতকাল (বুধবার) শেয়ারনিউজে আরও ৩০-৩২টি কোম্পানিটির ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে মর্মে সংবাদ প্রকাশ করা হয়েছিল। এর আগে গত ৭ এপ্রিলে ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। করোনা পরিস্থিতিজনিত আতঙ্কের কারণে পুঁজিবাজারে ব্যাপক দরপতন শুরু হলে গতবছরের ১৯ মার্চ বিএসইসি ওই ফ্লোর প্রাইস আরোপ করেছিল।
ফ্লোর প্রাইস তুলে নিলেও যাতে আলোচিত ৩০ কোম্পানির শেয়ারের দাম বেশি কমতে না পারে, সে লক্ষ্যে সার্কিটব্রেকারে কিছু পরিবর্তন আনা হয়েছে। আলোচিত কোম্পানিগুলোর শেয়ারের দাম ২ শতাংশের বেশি কমতে পারবে না। তবে দর বৃদ্ধির ক্ষেত্রে স্বাভাবিক সার্কিটব্রেকার (১০%) প্রযোজ্য থাকবে।