আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে গরু চুরির মামলায় মাদ্রাসার কেরানি গ্রেপ্তার

বকশীগঞ্জে গরু চুরির মামলায় মাদ্রাসার কেরানি গ্রেপ্তার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১১, ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশিগঞ্জে গরু চুরির মামলায় এক মাদ্রাসার কেরানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান ওরফে সোনা মিয়া ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহেলগিরি গ্রামের হাসর উদ্দিন ফকিরের ছেলে। তিনি ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড ক্লার্ক পদে কর্মরত। জানা যায়, গত ১১ নভেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বসাকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বকনা বাছুর চুরি হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যের স্ত্রী নয়ন তারা বেগম বাদী হয়ে গত ১৫ নভেম্বর বকশীগঞ্জ থানায় মামলা করেন। এরপর গত ১২ ডিসেম্বর রাতে ইসলামপুর উপজেলার ডেঙ্গারগড় বানিয়া বাড়ী এলাকার হাফিজুর রহমানের (৪৮) বাড়ি থেকে একটি গাভী ও সদ্য প্রসবকৃত বাছুর উদ্ধার করে পুলিশ। এসময় হাফিজুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।
বকশিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খাঁন জানান, হাফিজুর রহমান ১৬৪ ধারায় জবানবন্দিতে গরু চুরির সঙ্গে শাহজাহান ওরফে সোনা মিয়ার জড়িত থাকার কথা জানান। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোনা মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।