আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ৯:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে বকশীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২, ২৩-২৪ মৌসুমে উফশী আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আতাউর রাব্বি, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা জোবায়ের হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমাতুজ্জামান জোহুরা, উপসহকারী কৃষি অফিসার রকিবুল ইসলাম, ভারপাপ্ত পৌর মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সভাপতি অপু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাজুসহ অনেকে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ১০০০জন কৃষক ৫কেজি আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার পাবেন।