আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বকশীগঞ্জে সাংবাদিক সাইফুলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

বকশীগঞ্জে সাংবাদিক সাইফুলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৬:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে আজকের জামালপুর পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মরহুম সাংবাদিক সাইফুল ইসলামের স্মরণে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সাইফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আজ শুক্রবার ক্যাফ নিরিবিলতে বাদ আছর বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নূর মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোঃ মিজানুর রহমান।
এতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, ভোরের কাগজের সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক আল মোজাহিদ বাবু, সাংবাদিক মাহবুর রহমান ময়ুর, শাহনাজ পারভিন, নাজমুল রানা, রায়হান, আরাফাত ইয়াছির, মরহুম সাংবাদিক সাইফুলের পিতা আনোয়ার হোসেনসহ আরো অনেকেই। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।