আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ৪

বগুড়ায় অস্ত্র-গুলিসহ আটক ৪


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৯:১৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


12কাগজ অনলাইন প্রতিবেদক: বগুড়া-গাবতলী সড়কের পদ্মপাড়া ব্রিজ এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে অস্ত্র-গুলি ও ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার গোদাড়পাড়ার আবু হান্নানের ছেলে রাকিব হাসান (৩০), বারপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে সিরাজ আহমেদ (৩৫), চকসূত্রাপুর এলাকার মৃত সাজেদুর রহমান মিঠুর ছেলে রাব্বী খান (২৫) ও সূত্রাপুরের মীর শহীদ সেখের ছেলে রেজান শেখ (২৮)।

এ সময় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ভারতীয় বিক্রি নিষিদ্ধ তিন বোতল ফেনসিডিল, ব্যবহৃত মাইক্রোবাস, অতিরিক্ত নম্বর প্লেট ও জরুরি সংবাদপত্র লেখা একটি কার্ড জব্দ করা হয়।

বুধবার (৮ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গাবতলী হয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো -গ-১৪-৫৯৩৩) বগুড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ব্রিজ এলাকায় পৌঁছালে পুলিশের গাড়ি দাঁড়ানো দেখে মাইক্রোবাসটি থামানো হয়।

এক পর্যায়ে মাইক্রোবাসে থাকা চারজনের মধ্যে একজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকেও আটক করা হয়।