আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বগুড়ায় কয়েল তৈরির কারখানায় আগুন, নিহত ১

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় আগুন, নিহত ১


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বগুড়া প্রতিনিধি : বগুড়ার সদর উপজেলার শিকারপুরে একটি মশার কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টার দিকে নেংরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম বেলাল হোসেন (২৫)। সে ওই কারখানার শ্রমিক। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বগুড়া ফায়ার সার্ভিস কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।