বন্দুকধারী থাকায় ওহাইওতে বিমানঘাঁটি লকডাউন
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ওহাইওতে একজন সক্রিয় বন্দুকধারী থাকায় দেশটির বিমানবাহিনীর রাইট-প্যাটারসন বিমানঘাঁটি লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার পর বিমানঘাঁটিটি লকডাউন করা হয়।
বিমানঘাঁটির ৮৮তম এয়ার বেস উইং এক টুইটে জানায়, বিমানঘাঁটির ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার এলাকায় এক বন্দুকধারী থাকার তথ্য আসে। তাকে খুঁজতে নিরাপত্তা বাহিনী বর্তমানে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় একটি টিভিতে বলা হয়েছে, বিমানঘাঁটিতে থাকা বড় লাউডস্পিকারে ‘লকডাউন’, ‘লকডাউন’ বলে বারবার ঘোষণা দেওয়া হয়। যা বিমানঘাঁটির বাইরে থেকেও শুনা গেছে। কর্তৃপক্ষ বলছে, তারা এখন সর্বপ্রথম নিজেদের লোকদের সুরক্ষা নিশ্চিত করতে চায়।