আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বরিশালে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বরিশালে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৩ , ৬:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরিশাল প্রতিনিধি : বরিশালে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ ভাষা দিবস। দিবসটি উপলক্ষে ২১ প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। সোমবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহŸায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ-এর পক্ষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এরপর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের পরিচালক মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক মো. মিজানুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা ও মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে নগরীতে স্বেচ্ছায় রক্তদানসহ আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদ মিনার পাদদেশে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিন ছিল সোমবার। সমাপনী দিনে আলোচনা সভাসহ ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ‍এদিকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে সকাল ৬টা থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজিক সংগঠন। অপরদিকে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে ‍এক আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম- বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এ সময় তারা সর্বস্তরে বাংলা ভাষা চালু, মাতৃভাষার বিকৃতি রোধ এবং আঞ্চলিক ভাষা লালন করতে নানা পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহŸান জানান। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয় । ‍এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একুশের অনুষ্ঠানমালা শান্তিপূর্ণ এবং নির্বিঘœ করতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলাবাহিনী।