আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুলকে মারধরের অ‌ভিযোগ

বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুলকে মারধরের অ‌ভিযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৩ , ২:৪৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ফয়জুল করী‌মের ওপর হামলার অভি‌যোগ পাওয়া গেছে। এঘটনায় তি‌নি পু‌লিশ ক‌মিশনারের কাছে অ‌ভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।  সোমবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন নৌকা সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালান বলে অ‌ভিযোগ করেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।

এ‌দি‌কে, ঘটনার পর ওই এলাকায় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ প‌রি‌স্থি‌তি শান্ত করে বলে জানান পু‌লিশ ক‌মিশনার মো. সাইফুল ইসলাম।   পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, কাজটি যারা ক‌রে‌ছেন তারা খুবই খারাপ কাজ করেছেন। তাদের শনাক্ত ক‌রে ব্যবস্থা নেওয়া হচ্ছে।