আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রীতি ক্রিকেট ম্যাচ

বরিশাল রিপোর্টার্স ইউনিটির প্রীতি ক্রিকেট ম্যাচ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৩ , ৫:৫৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


বরিশাল প্রতিনিধি : বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)’র আয়োজনে শীতকালীন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর বান্দরোডস্থ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় টস জিতে ব্যাটিং এ নামে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার দল আর ফিল্ডিং এ যায় সভাপতি নজরুল বিশ্বাসের দল। ৮ উইকেট হারিয়ে টানা ১৪ ওভার ব্যাটিং শেষে ১২৭ রান করেন তারা।
জয়ের জন্য ১২৮ রানের টার্গেট নিয়ে ব্যাটিং এ নামে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের দল। ৬ উইকেট হারিয়ে টানা ১৪ ওভার ব্যাটিং শেষে মাত্র ৮৭ রান করেন তারা। ফলে ৪০ রানের ব্যবধানে জয়লাভ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার দল।
ম্যাচ শেষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।
এসময় তিনি বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনের জন্য খেলাধুলার বিকল্প নেই। আমি মনে করি পেশাগত দায়িত্বের পাশাপাশি এভাবে খেলাধুলার আয়োজন করা সাংবাদিকদের মনোবল আরও সতেজ ও বৃদ্ধি পাবে।