আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// বসিক নির্বাচন: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৫ ভাগ

বসিক নির্বাচন: দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২৫ ভাগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সোমবার (১২ জুন) দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০ থেকে ২৫ ভাগ। এছাড়া, অনেক কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।  নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের দাবি, প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দিতে আসা প্রবীণ নারী-পুরুষদের বোঝাতে গিয়ে ভোটগ্রহণ বিলম্বিত হচ্ছে। সোমবার সকাল ৮টা থেকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি কক্ষে ভোট দিচ্ছেন ভোটাররা। শুরুতে কিছু ভোট কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও কমতে থাকে।

বরিশালের ২৪ নম্বর ওয়ার্ডের পিটিআই স্কুল কেন্দ্রের প্রিজাডিং অফিসার বিমল চন্দ্র জানান, ভোট কেন্দ্রে প্রবীণ নারী ও পুরুষ আসছেন ভোট দিতে। তাদের ইভিএম সম্পর্কে ধারণা নেই। তাদের এই মেশিন সম্পর্কে ধারণা দিয়ে কক্ষে পাঠানো হচ্ছে। এ কারণে ভোট কাষ্ট কিছুটা ধীর গতিতে হচ্ছে। তবে নির্ধারীত সময়ের মধ্যে সবাই ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এই কেন্দ্রে দুপুর ১২টার পরও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এদিকে একই ওয়ার্ডের সাগরদী ইসলামীয়া কামিল মাদরাসার মহিলা ও পুরুষ দুটি কেন্দ্রেই দুপুর ১২টার পর ভোটারদের উপস্থিত কম দেখা যাচ্ছে। কিন্তু ওই দুই কেন্দ্রে দুপুর ১২টার আগ পর্যন্ত ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়েছে।

পুরুষ কেন্দ্রের প্রিজাডিং অফিসার আনিসুর রহমান বলেন, এখানে ২২৫০টি ভোটের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৫৬১টি ভোট পড়েছে। একই ভাবে মহিলা কেন্দ্রে ২৩৩১ টি ভোটের মধ্যে ৪০১টি ভোট পড়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাডিং অফিসার মো. আরিফুর রহমান। দুইজনই আশা করছেন দুপুরের পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করবেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রির্টার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, দুপুর ১২টা পর্যন্ত বরিশালের কেন্দ্র গুলোতে ২০ থেকে ২৫ ভাগ ভোট পড়েছে ধীরে ধীরে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  প্রসঙ্গত, বরিশালের সিটি নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন