বাংলাওয়াশের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার শঙ্কা
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৩ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। আজ দুপুর ২টায় সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে, আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ ম্যাচটিই উল্টো ওয়াশ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শঙ্কা মূলত বাজে আবহাওয়ার কারণে। চট্টগ্রামে আজ বিকেলে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দ্বিতীয় ম্যাচের মতো বৃষ্টিতে খেলা শুরু করা না যায় এবং তুমুল কালবৈশাখী বয়ে যায়, তাহলে খেলা নাও হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, আশার কথা হলো বৃষ্টি, ঝড় যাই হোক-তা খানিক সময়ের জন্য। বৃষ্টি শেষ হওয়ার পর দ্রুত মাঠ তৈরি করে খেলা শেষ করারও সম্ভাবনা রয়েছে।