আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২১ , ১২:১১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শনিবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত পাঁচ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে অস্ট্রেলিয়া।