আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় বাংলাদেশের অন্যান্য শহরেও ভিসা ক্যাম্প করবে ভারত

বাংলাদেশের অন্যান্য শহরেও ভিসা ক্যাম্প করবে ভারত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


Bangladeshকাগজ অনলাইন ডেস্ক: দ্রুত ও সহজে ভিসা পেতে বাংলাদেশের অন্যান্য শহরেও ‘ঈদ ভিসা ক্যাম্প’ স্থাপন করবে ভারত।

গতকাল সোমবার ভারতের হাইকমিশনার হর্ষ বধর্ন শ্রীংলা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বৈঠকে শ্রীংলা ঈদ ভিসা ক্যাম্প সংক্রান্ত কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ঈদ উল ফিতরের আগে ভিসা দিতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিসা ক্যম্প করা হলো। ক্যাম্পের প্রথম দিনেই ৬ হাজার ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে এই উদ্যোগ নেয়া হয়।

বৈঠকে হাইকমিশনার আরো বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে আগরতলা-আখাউড়া রেল লাইন নির্মাণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের একটি ঘনিষ্ট প্রতিবেশী দেশ ভারত এবং সরকার সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে।

দু’দেশের মধ্যে যোগাযোগ উন্নয়নে উদ্যোগ নেয়ার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।