আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের চাকরি ছেড়ে পাকিস্তানে গিবসন

বাংলাদেশের চাকরি ছেড়ে পাকিস্তানে গিবসন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৩, ২০২২ , ৪:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না ওটিস গিবসন। সে হিসেবে মোস্তাফিজ-ইবাদতদের বোলিং কোচ হয়ে আর থাকছেন না তিনি।
বাংলাদেশের চাকরি ছেড়ে এ প্রোটিয়া কোচ যোগ দিচ্ছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে মুলতান সুলতান দলের সহকারী কোচ ও বোলিং কোচ হয়েছেন তিনি। বুধবার মুলতান সুলতান তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ তথ্য নিশ্চিত করেছে। মুলতান সুলতান্স জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী প্রধান কোচ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রধান কোচ এবং ইংল্যান্ড ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওটিস গিবসন মুলতান সুলতান্সে সহকারী কোচ ও ফাস্ট বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন।’ এমন পোস্টের পর দেশের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওটিস গিবসনও। তিনি বলেন, বিসিবির সঙ্গে আমার আগামী ২০ জানুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে। এরপরই পিএসএলে চলে যাব। টিম টাইগার্সের বোলিং কোচ হিসেবে ২০২০ সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন ওটিস গিবসন। নিউজিল্যান্ড সফর শেষ করে ক্রিকেটাররা দেশে ফিরবেন ১৫ জানুয়ারি। তবে কোচদের ফেরা হবে না বাংলাদেশে। অন্য বিদেশি কোচরা পাড়ি জমাবেন পরিবারের কাছে, গিবসন যাবেন পাকিস্তানে।