আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের দাপুটে জয়কে আবারও খাটো করল ভারতীয় সংবাদমাধ্যম

বাংলাদেশের দাপুটে জয়কে আবারও খাটো করল ভারতীয় সংবাদমাধ্যম


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২১ , ১:১৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বর্তমানে বাংলাদেশ সফরে আছে ক্রিকেট বিশ্বের পরাশক্তি অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনও টি-টোয়েন্টি সিরিজ খেলছেন তারা। পাঁচ ম্যাচের এই সিরিজের ইতোমধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে টাইগাররা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যম এই জয়কে দেখল ‘অঘটন’ হিসেবে! যদিও অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ, তবে বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে সফরকারীরা। দুই ম্যাচেই অজিদের ১৩০ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা। ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ পরবর্তী ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে। যেখানে অন্য সবাই টাইগারদের এমন জয়ে পঞ্চমুখ, সেখানে অস্ট্রেলিয়ার হারকে ‘অঘটন’ হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম। কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’। এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা। অবিবেচকের মতো টানা দুটো জয়কেই খাটো করে উপস্থাপন করল আনন্দবাজার।