আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের ম্যাচের আগে ভারতীয় দলে দুঃসংবাদ

বাংলাদেশের ম্যাচের আগে ভারতীয় দলে দুঃসংবাদ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   এবার করোনা হানা দিয়েছে ভারতীয় ফুটবল দলে। বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্ব খেলতে কাতারে যাওয়া ভারতীয় দলের এক ফুটবলার করোনায় আক্রান্ত বলে জানা গেছে। দলটির মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনা আক্রান্ত হয়েছেন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সাধারণ সম্পাদক কুশল দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই খবর। অনিরুদ্ধ থাপা বর্তমানে দোহার টিম হোটেলে আইসোলেশনে আছেন। ভারতীয় মিডফিল্ডের গুরুত্বপূর্ণ ফুটবলার অনিরুদ্ধ। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি। সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে না নামলেও কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে খেলেছিলেন তিনি।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১-১ গোলে ড্রয়ের দিনে কাতারের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। তাই থাপাকে ছাড়া বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কঠিন হবে বলাবাহুল্য।
আগামী ম্যাচকে সামনে রেখে ভারতীয় দলে থাপা খেলতে পারবেন যেমন, তেমনি চোটের কারণে বাংলাদেশের মিডফিল্ডার সোহেল রানাও ছিটকে গেছেন।  এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ভারতের অবস্থান চতুর্থ স্থানে।