আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশের স্ট্রাইকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের ডিফেন্ডার

বাংলাদেশের স্ট্রাইকারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের ডিফেন্ডার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২১ , ২:১৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ফুটবল মাঠে তারা একে অপরের শত্রু । বাংলাদেশের স্ট্রাইকার নবাব নাওয়াজের কাছ থেকে কতবার বল কেড়ে নিয়েছেন ভারতের ডিফেন্ডার প্রীতম কোটাল। কিন্তু, মাঠের বাইরে? কলকাতায় হাঁটুর অস্ত্রোপচার করতে এসেছিলেন নবাব নাওয়াজ। বিদেশ বিভুঁইয়ে সমস্যায় পড়েন। এগিয়ে এলেন এ টি কে মোহনবাগানের ডিফেন্ডার প্রীতম কোটাল। নবাবের জন্যে ডাক্তার ঠিক করা, হাসপাতালে বেডের ব্যবস্থা করা, চিকিৎসকের সঙ্গে কথা বলা সব ঝক্কি সামলান প্রীতম কোটাল। অস্ত্রোপচারের সময় ঠায় দাঁড়িয়ে ছিলেন হাসপাতালে। কলকাতার এক হোটেলে থাকা নবাব বললেন, এ ঋণ শোধ করার নয়।
প্রীতম বলছেন, ঋণ আবার কি? আমাদের ধর্ম তো ফুটবল। একে অপরকে সাহায্য করাটা আর বেশি কিছু কি! বাংলাদেশে লকডাউন চলছে। দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন নবাব। প্রীতম বলেছেন, কোনো ভয় নেই। আমি নবাবকে ওর দেশে পাঠানোর ব্যবস্থা করছি। এই গল্পে ত্রিভুজের একটি বাহু আছে। বাংলাদেশের ফুটবলার রায়হান। সেই সেতুবন্ধের কাজ করে নবাব আর প্রীতমের মধ্যে। ত্রিভুজ দিয়ে কি পূর্ণাঙ্গ একটি বৃত্ত আঁকা যায়? ফুটবল বুঝি প্রমান করে দিল- যায়।