আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস বাংলাদেশ সফরে আসছে দ.আফ্রিকা ইমার্জিং নারী দল

বাংলাদেশ সফরে আসছে দ.আফ্রিকা ইমার্জিং নারী দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অতিথি দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে স্বাগতিক দল। সোমবার ইমার্জিং মেয়েদের ক্রিকেটের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের পাঁচটি ম্যাচ হবে- ৪, ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকা নারী দল ২৮ মার্চ ঢাকায় এসে ওই দিনই সিলেট চলে যাবে। একই দিন করোনা পরীক্ষাও দেবে তারা। সফরে এসে তিন দিনের কোয়ারেন্টিন শেষে হবে দ্বিতীয় করোনা পরীক্ষা। চতুর্থ ওয়ানডের পর তৃতীয় দফা হবে করোনা পরীক্ষা। স্বাস্থ্য সুরক্ষা মেনে হবে সিরিজ। অতিথিরা ফিরে যাবে ১৪ এপ্রিল।