আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বাউফলে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৬:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : করোনার মহামারিতে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়ে পটুয়াখালীর বাউফলে ১ হাজার ২শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা এ সকল কর্মহীন মানুষের প্রত্যেককে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিয়াজ ও একটি করে সাবান প্রদান করেন পৌর মেয়র জিয়াউল হক জুলেল। মহামারিতে খাদ্য সহয়তা অব্যহত থাকবে উল্লেখ করে মেয়র জানান, এর আগেও দুই ধাপে তার ব্যাক্তিগত তহবিল থেকে ১ হাজার ২শ’ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এ সময় তিনি মোবাইলফোন কিংবা অন্য কোন ভাবে জানানো হলেও পরিচয় গোপন রেখে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছানোরও আশ্বাস দেন ভূক্তভোগি কর্মহীন লোকজনদের।