আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন ৬ গরু পুড়ে ছাঁই

বাউফলে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন ৬ গরু পুড়ে ছাঁই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২৩ , ৫:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের বগা ইউপির চন্দন বাড়িয়া গ্রামে বুধবার রাতে এক কৃষকের গোয়ালঘরে আগুন লাগিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে দুর্বৃত্তরা। ভূক্তভোগি কৃষক চুন্নু মিয়া জানায়, গোয়লঘরে মোট ৮ টি গরু ছিল তার। রাতে গরুগুলোকে খরকুটো দিয়ে ঘুমিয়ে পড়লে তারই চাচাতো ভাই ওহাব মুন্সী (৫০) নামে একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নেমে আগুনের শিখা দেখে চিৎকার দেয়। এরপর বাড়ির লোকজন বের হয়ে আগুন নিয়ন্ত্রনের চেস্টা চালায়। ততক্ষণে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায় গোয়ালঘর। দুটি গরু রশি ছিড়ে বের হতে পারলেও দুটি বলদ গরু, দুটি বাছুর সম্ভবা ও দুইটি বকনা বাছুর পুরে ছাঁই হয়ে যায়। এ সময় দগ্ধ হয়ে মারা যায় ঘোয়ালঘর লাগোয়া ঘরে অন্তত ৪০-৫০ টি হাঁস-মুরগি। এতে ৮লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি কৃষক চুন্নু মিয়ার। বগা ইউপির চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রাণিদের সঙ্গে কেউ এমন রকম শত্রুতা করতে পারে এটা কল্পনাও করা যায় না।’ এ ব্যাপারে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।