আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাউফলে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৭:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে  পৌর সদরের পুরাতন কোর্টভবন চত্বরে গত পরশু খরিপ-১/২০২০-২১ মৌসুমে উফসী আউশ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ সময়
উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার নিসু উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন এলাকার মোট ২ হাজার ৭ শ’ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় এ পর্যায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে কালাইয়া ইউনিয়নের ১ শ’ ৩০ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি সার ও ৫ কেজি উফসী আউস ধানের বীজ বিতরণ করা হয়েছে।