আজকের দিন তারিখ ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে আহত : গ্রেফতার-২

বাউফলে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে আহত : গ্রেফতার-২


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২০ , ৮:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে মমিনুল গাজী (৩০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে আহত করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মমিনুল বাউফল সদর ইউপির স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। আহতের স্বজনরা জানায়, বাড়ি থেকে বের হওয়ার পথে স্থানীয় কালা জাহিদ ও বাবুল মাস্টারের নেতৃত্বে অতর্কিতে হামলা চালানো হয় মমিনুলের ওপর। এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনা শুনে
হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মৌখিক অভিযোগে জহিরুল ও জাহিত নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।